Logo
Logo
×

সারাদেশ

যে কারণে মাহির মনোনয়নপত্র বাতিল

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

যে কারণে মাহির মনোনয়নপত্র বাতিল

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

মাহির মনোনয়ন বাতিল হওয়ার কারণ হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহির যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এর মধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এ তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। একজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেরিফায়েড ফেসবুকে আগাম একটি পোস্ট দিয়ে যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন মাহি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নায়িকা মাহীর মনোনয়নপত্র বাতিল

ওই পোস্টে মাহি লিখেছেন— ‘যেটা খবর পেলাম, সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম