![নায়িকা মাহির মনোনয়নপত্র বাতিল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/03/image-747158-1701582396.jpg)
রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ ছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আরও তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন— গোলাম রাব্বানী, আখতারুজ্জামান আক্তার ও আয়েশা আক্তার জাহান ডালিয়া।
রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে।
আরও পড়ুন: যে কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন ববি
এদিকে মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেরিফায়েড ফেসবুকে আগাম একটি পোস্ট দিয়ে লেখেন, যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তার পর তিনি লেখেন যুদ্ধ ঘোষণা হবে কালকে।