Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরবাড়ির দরজায় কড়া নাড়তেই জামাতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ এএম

শ্বশুরবাড়ির দরজায় কড়া নাড়তেই জামাতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

শ্বশুরবাড়ির দরজায় কড়া নাড়তেই জামাতাকে আটকে চোর অপবাদ দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে পাঁচধা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত  মো. খোকন মিয়া (৫০) পার্শ্ববর্তী সুন্ধিরবন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। শনিবার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামে বিয়ে করেন খোকন মিয়া। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ কারণে  স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে থাকায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে এসে খোকন মিয়া তার শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন। এ সময় দরজা নাড়া দিলে শ্বশুরবাড়ির লোকজন চোর অপবাদ দিয়ে জামাতা খোকন মিয়াকে আটক করে বেঁধে রেখে রাতভর হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতন চালায়। সকালে এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় শ্বশুরবাড়ি থেকে খোকনকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন খোকন মিয়া মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে শ্বশুরবাড়ির ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা রুজু করেছেন। মামলায় অভিযুক্ত নিহত খোকনের শ্যালককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম