Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

পুলিশের এসপি ও এডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. সাগর ওরফে রিমন নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট। শুক্রবার রাতে নাওগাঁ জেলার মান্দা থানা ও রাজশাহী জেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকার এক বিকাশ এজেন্টের করা মামলার তদন্তে নেমে এ প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম ইউনিট।

শনিবার নগরীর দামপাড়ায় সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী খান জানান, গত ২৭ নভেম্বর বিকাশের এক এজেন্ট সিএমপির সদরঘাট থানায় এজাহার করে। মিনহাজ উদ্দিন নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে অর্থ আদায় করার অভিযোগ পেয়ে অভিযানে নামে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট। সেই মামলায় রিমন নামে যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিমন পেশায় গাড়িচালক হয়েও প্রতারণার কাজে খোদ পুলিশকেই ব্যবহার করত। তার কথা-বার্তায় বুঝার উপায় ছিল না। এ কারণে সাধারণ মানুষ তার ফাঁদে পড়ে যেত সহজেই। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে। গ্রেফতার রিমন নওগাঁ জেলার মান্দা থানার বাংড়া এলাকার মো. হাসানের ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম