রাজশাহী-১ আসন
এমপি ওমর ফারুক ফের আচরণবিধি ভাঙলেন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ পিএম
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ-সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী আবারও নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেছেন। আচরণবিধি লঙ্ঘন না করতে এর আগেও তাকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের সতর্ককে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক চৌধুরী তেমন পাত্তা দেননি।
তফশিল ঘোষণার পর সভা-সমাবেশে ওমর ফারুক চৌধুরী সেলাই মেশিন ও সিলিং ফ্যানসহ বরাদ্দ বিভিন্ন সরকারি উপকরণ ও সামগ্রী বিতরণ করার অভিযোগগুলো রিটার্নিং অফিসারের প্রতিবেদনের মাধ্যমে নির্বাচন কমিশনে যায়। তখন কমিশন সতর্ক করে। এদিকে শনিবার তানোর পৌরসভার গোকুল ও বুরুজ এলাকায় সরকারি বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের নিয়ে তিনি দুটি সমাবেশ করেন এবং ভোট চান। আবারও নৌকায় ভোট দিলে সরকারি ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে রাজশাহীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারণা করা যাবে না। কেউ করলে আচরণবিধি লঙ্ঘিত হবে।