Logo
Logo
×

সারাদেশ

ট্রাকে আগুন: দগ্ধ হেলপার বেলাল মারা গেছেন

Icon

যুগান্তর প্রতিবেদন ও খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

ট্রাকে আগুন: দগ্ধ হেলপার বেলাল মারা গেছেন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ট্রাকে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হেলপার বেলাল হোসেন (৩৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। 

শনিবার বেলা আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যান বলে নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি আরও বলেন, বেলাল হোসেনের শরীরের ৮৪ শতাংশ দগ্ধ হয়েছিল। 

গত ২৬ নভেম্বর রাতে গুইমারা ইউনিয়নের হাফছড়ি এলাকায় চালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুনে ট্রাকচালক মো. ইসহাক ও চালকের সহকারী বেলাল হোসেন দগ্ধ হন। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ২৮ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউিটে ভর্তি করা হয়। বেলাল মাটিরাঙা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার জাহিদুল হকের ছেলে। তার ১০ মাসের ছেলেসহ চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম