Logo
Logo
×

সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অপহরণের অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অপহরণের অভিযোগ

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী মেধা গ্র“পের চেয়ারম্যান শাহাজাদী আলম লিপির দুই সমর্থককে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এ ব্যাপারে কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেন আয়নাল সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার সুতনারা পশ্চিমপাড়া গ্রাম থেকে দুজনকে অপহরণ করা হয়। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ সমর্থনকারী কামালপুর ইউনিয়নের পশ্চিম সুতনারা গ্রামের নাজমা খাতুন ও স্বামী বেলাল হোসেন। আর অভিযুক্তরা হলেন- কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইছামারা গ্রামের হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও একই গ্রামের রবিউল হাসান হেলাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুতানারা গ্রামের তাজ উদ্দিন এবং কামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের আলমগীর হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী লিপির মোট ভোটারের ১ শতাংশের সমর্থন বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটিয়েছে। অপহৃত বেলালের মা আনোয়ারা বেওয়া বলেন- ছেলে, বউমা ও নাতনির সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন। ফোন বন্ধ থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগের কথা শুনেছি। সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে বগুড়া-১ আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি অভিযোগ করেন, ‘শুক্রবার সন্ধ্যায় নৌকার প্রার্থী সাহাদারা মান্নানের লোকজন আমার সমর্থকদের ওপর আক্রমণ করে। আমার দুই সমর্থককেও অপহরণ করা হয়েছে। উল্লেখ্য, লিপি বরিশাল বিভাগে কর্মরত পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনের স্ত্রী।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এক ইউপি সদস্যের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি আরও জানান, এটা অপহরণ না আÍগোপন সে ব্যাপারে তদন্ত চলছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তৌহিদুর রহমান বলেন, অপহরণের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম