স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরীকে শোকজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী। ফাইল ছবি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার নির্বাচনি অনুসন্ধান কমিটির চট্টগ্রাম ১২-এর চেয়ারম্যান এবং সিনিয়র সহকারী জজ শেখ মো. মুহিবুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে তাকে তলব করা হয়।
আদেশে বলা হয়, আপনাকে (শামসুল হক) নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। আপনি (শামসুল হক) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় আপনাকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা ছিল এবং সামনে ছিল চট্টগ্রাম নগর পুলিশের একটি গাড়ি, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর অচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি-১৪(১) ও ১৪(২)-এর সুস্পষ্ট লঙ্ঘন মর্মে আপাত প্রতীয়মান হয়েছে।
আদেশে শামসুল হককে উদ্দেশ করে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না স্বশরীরে উপস্থিত হয়ে রোববার সিনিয়র সহকারী আদালত চন্দনাইশ কোর্টে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আদেশ দেওয়া হলো।