নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, আহমেদ রুহীকে শোকজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম
আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক আহমেদ রুহী। ফাইল ছবি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক আহমেদ রুহীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার নির্বাচনি অনুসন্ধান কমিটির নেত্রকোনা ১-এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর স্বাক্ষরিত এক আদেশে এ তলব করা হয়।
আদেশে বলা হয়, দৈনিক যুগান্তর (অনলাইন) পত্রিকায় মোশতাক আহমেদ রুহী আপনাকে নিয়ে প্রকাশিত সংবাদটি নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
আরও পড়ুন: কাদেরের ‘ফুল ফোটা’ বক্তব্যের কড়া জবাব দিলেন ব্যারিস্টার রুমিন
এতে আরও বলা হয়, নেত্রকোনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসাবে ঘোষণার পর ২৯ নভেম্বর সড়কপথে শতাধিক প্রাইভেটকার ও দুই সহস্রাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা আপনাকে বরণ করে নেন এবং আনন্দ মিছিল করেন। শোডাউন ও আনন্দ মিছিলের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
পরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে দুটি পৃথক নির্বাচনি প্রস্তুতিমূলক সভায় প্রধান অথিতির বক্তব্য দেন। এ সময় নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার এমন কর্ম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৮(ক) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের স্পর লঙ্ঘন বিধায় নির্বাচন-পূর্ব অনিয়ম মর্মে পরিলক্ষিত হচ্ছে। আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না? এ মর্মে শনিবার বিকালে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য আদেশ দেওয়া হলো।