Logo
Logo
×

সারাদেশ

খুলনার ৬ আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

খুলনার ৬ আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনার ছয়টি আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে জমা দিয়েছেন ৫৩ জন। 
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ছয়টি আসনেই প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র গ্রহণ বা দাখিল করেননি। আসন্ন নির্বাচনে ১১টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। 

এদিকে খুলনায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত খুলনা-৩  আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-১ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু নির্বাচনে আগ্রহী না থাকায় প্রার্থী হচ্ছেন না।

তবে এই তিনটি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে খুলনা-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ আকরাম হোসেন।

জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সূত্র অনুযায়ী- খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৬ জন, খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ৯ জন, খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহানআলী) আসনে ৫ জন, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া)  আসনে ১৪ জন, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ৭ জন এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)  আসনে ১২ জনসহ সর্বমোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টি ৬ জন, জাকের পার্টি ৬ জন, স্বতন্ত্র ১৭ জন, তৃণমূল বিএনপি ৩ জন, গণতন্ত্রী পার্টি ১ জন, বাংলাদেশ কংগ্রেস ৪ জন, ইসলামী ঐক্যজোট ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৩ জন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ২ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১ জন।

খুলনা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল, জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ, জাকের পার্টির মো. আজিজুর রহমান, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় এবং শেখ আবেদ আলী। 

খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাহ উদ্দিন জুয়েল, জাতীয় পার্টির মো. গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, জাকের পার্টির ফরিদা পারভীন, ইসলামী ঐক্যজোটের হিদায়েতুল্লাহ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. আব্দুল্লাহ আল আমিন এবং স্বতন্ত্র মো. সাঈদুর রহমান।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এসএম কামাল হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র কাইজার আহমেদ এবং ফাতেমা জামান সাথী। 

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, জাকের পার্টির শেখ আনছার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এস এম আজমল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান এবং স্বতন্ত্র যথাক্রমে- মো. জুয়েল রানা, এমডি এহসানুল হক, মো. রেজভী আলম, এস এম মোর্ত্তজা রশিদী দারা, আতিকুর রহমান, এইচ এম রওশান জামির।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির মো. শাহীদ আলম, জাকের পার্টি সামাদ শেখ, স্বতন্ত্র শেখ আকরাম হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার, বাংলাদেশ কংগ্রেসের এসএমএ জলিল এবং ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু, ন্যাশনাল পিপলস পার্টি মো. আবু সুফিয়ান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এসএম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপির গাজী নাদীর উদ্দীন খান, স্বতন্ত্র যথাক্রমে- এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম, মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং মো. অহিদুজ্জামান মোড়ল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম