‘বিএনপি যাই বলুক নির্বাচন গ্রহণযোগ্য হবে’
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচন নিয়ে সাংবাদিকদের তোফায়েল আহমেদ বলেন, আমি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছি। অনেক দল অংশ নিচ্ছে। সুতরাং বিএনপি কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। বিএনপি যাই বলুক, আমরা আশা করছি সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ বিশৃঙ্খলা করলে তা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সকালে প্রথমে ওয়াদুল হক মহাবিদ্যালয় মাঠে দোয়া অনুষ্ঠানে অংশ নেন তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য আরও বলেন, বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। ভোলায়ও তিনি অনেক উন্নয়ন করেছেন। মানুষ এর বিবেচনা করবেন।
দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোলা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা-৩ আসনে সাবেক এমপি মেজর অব. জসিম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোলা-২ আসনে তৃণমূল বিএনপি থেকে মো. আলাউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ২৩টি।