সংসদ নির্বাচন করতে মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১১:১২ পিএম
![সংসদ নির্বাচন করতে মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/28/image-745389-1701191532.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু।
তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
নরসিংদী-৪ আসনে এবারো মনোনয়ন পেয়েছেন বর্তমান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি দলীয় মনোনয়ন পেয়ে এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন।
সাইফুল ইসলাম খান বীরু বলেন, সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।