রাজশাহীতে মিষ্টি কুমড়ার ভেতরে অভিনব কায়দায় হেরোইন লুকিয়ে পাচারকালে আপন আলী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকালে জেলার গোদাগাড়ী উপজেলার দীগরাম ঘুণ্টিঘর এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার আপন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আবু তাহেরের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দীগরাম ঘুণ্টিঘর এলাকায় অভিযান চালায়। এ সময় অটোরিকশাচালক আপন আলীকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার অটোরিকশার বাম পাশের হ্যান্ডেলের সঙ্গে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে মিষ্টি কুমড়া উদ্ধার করা হয়। সেই মিষ্টি কুমড়ার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোরিকশাচালক হলেও এর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করত। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।