বগুড়া-৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন এমপির ছেলে
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১১:০০ পিএম
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিত এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি।
মঙ্গলবার ধুনট উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আসিফ ইকবাল সনি বলেন, প্রধানমন্ত্রী প্রার্থিতা উš§ুক্ত করে দেওয়ায় তিনি মনোনয়ন জমা দেবেন। নেত্রী প্রত্যাহার করতে নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করবেন।
জানা গেছে, ২০০৮ সালের সংসদ নির্বাচনে নৌকা মার্কায় নির্বাচিত হন সাবেক পুলিশ সুপার হাবিবর রহমান। এরপর ২০১৪ ও ২০১৯ সালেও এমপি নির্বাচিত হন তিনি। কিন্তু এবার এ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে সনির স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে ভিন্ন চোখে দেখছেন মজনুর সমর্থকরা। তাদের দাবি, মজনুর ক্ষতি করতেই এমপি হাবিবর তার ছেলেকে প্রার্থী করছেন।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন বলেন, এমপি হাবিবর রহমানের বয়স হয়েছে। তাই নেতাকর্মীদের সিদ্ধান্তে সনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এখানে কোনো ষড়যন্ত্র নেই। নেত্রী চাইলে সনি মনোনয়ন প্রত্যাহার করবেন।