Logo
Logo
×

সারাদেশ

২৯৯ পার্বত্য রাঙামাটি আসন

মনোনয়নপত্র জমা দিলেন জেএসএস স্বতন্ত্র প্রার্থী ঊষাতন

Icon

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন জেএসএস স্বতন্ত্র প্রার্থী ঊষাতন

জাতীয় সংসদের ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।

তিনি মঙ্গলবার বিকালে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঊষাতন তালুকদার বলেন, তিনি আবারও দেশ ও জনগণের সেবায় কাজ করতে চান। নিজ নির্বাচনি এলাকায় স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। এ লক্ষ্যে এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দাবি করে ঊষাতন বলেন, আমি আশা করব ভোটাররা যাতে নির্বিঘ্নে যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সব পদক্ষেপ নেওয়া হবে।

ঊষাতন তালুকদার এর আগে ২০১৪ সালের নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের দীপংকরকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের দীপংকরের কাছে হেরে যান।

এবার ঊষাতন তালুকদার ছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা ও জাতীয় পার্টির হারুনুর রশিদ মাতব্বর। তবে তারা এখনো মনোনয়নপত্র জমা দেননি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম