মেহেরপুর সরকারি কলেজ
চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত ছাত্রলীগের
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
মেহেরপুর সরকারি কলেজের নামে রসিদ বই ছেপে শিক্ষকদের কাছে দাবিকৃত আর্থিক সহায়তা না পেয়ে মঙ্গলবার শিক্ষককে লাঞ্ছিত ও কলেজের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন জানান, কলেজ শাখা ছাত্রলীগ সম্পাদক কুতুবদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক ইমরান কবির অনিক এবং প্রশিক্ষকবিষয়ক সম্পাদক রাশেদ আলী কলেজের সাংস্কৃতিক ও পিকনিকের নামে ছাপা রসিদ দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষকদের চাঁদার জন্য চাপ সৃষ্টি করে। জাতীয় নির্বাচনকালীন অনুষ্ঠান না করার এবং আর্থিক সহায়তা প্রদানে দ্বিমত পোষণ করায় তারা আমাকে লাঞ্ছিত করে এবং কলেজের আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। একপর্যায়ে শিক্ষক কর্মচারীদের বাধার মুখে তারা সরে যায়।
কলেজ শাখা ছাত্রলীগ সম্পাদক কুতুবদ্দীন বলেন, তিনি ঢাকা থেকে মেহেরপুরে ফিরছেন। শুনেছেন আবদুল্লাহ আল আমিন স্যার অনিক ও রাশেদের কাছ থেকে টাকা ও আর্থিক সহায়তার ছাপা রসিদ বই কেড়ে নেওয়াতে কথা কাটাকাটি হয়েছে মাত্র।