Logo
Logo
×

সারাদেশ

দামুড়হুদা সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

দামুড়হুদা সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

দামুড়হুদা উপজেলার দর্শনা থানার রুদ্রনগর পাকা রাস্তা থেকে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ছোট-বড় ৯৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী নাজমুল ইসলামকে আটক করা হয়েছে। আটককৃত নাজমুল জেলার দর্শনার শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে। মঙ্গলবার সকালে তাকে আটক করে বিজিবি।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবি)র পারিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দর্শনা-কার্পাসডাঙ্গা সড়ক দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বড় ধরনের স্বর্ণ পাচার হবে। তারা একটি বিশেষ টহলদল দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের রুদ্রনগরে অবস্থান নেন। সকাল ১০টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিজিবির টহলদল তার মোটরসাইকেলটির গতিরোধ করে। চোরাকারবারী নাজমুল মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। চোরাকারবারী নাজমুলের দেহ তল্লাশি শেষে কিছু না পেয়ে তার মোটরসাইকেলে তল্লাশি করে এয়ার ফিল্টার বক্সের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কচটেপ মোড়ানো ৭টি প্যাকেট হতে ছোট-বড় ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করে। তার ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করে।

এ বিষয়ে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তরসহ আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম