খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
![খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/28/image-745309-1701186088.jpg)
খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার রইস মিয়া নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সোমবার সকালে জেলা সদরের শালবন রসুলপুর নিজের বাসায় ডেকে এনে ওই শিশুটিকে ধর্ষণ করে রইস মিয়া।
বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এরপরই পুলিশি অভিযান চালিয়ে রইস মিয়াকে গ্রেফতার করে। ওসি তানভীর হাসান জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।