Logo
Logo
×

সারাদেশ

রংপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমাবেশ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

রংপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমাবেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১৩ দফা দাবিতে রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর পার্কের মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে দুর্যোগ কবলিত দেশে সবুজ তহবিলের অর্থায়ন বৃদ্ধি, বায়ু দূষণ বন্ধ করে বৈশ্বিক উষ্ণতা রোধ, জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ বেশকিছু দাবি তুলে ধরা হয়।

সমাবেশে ডপস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডপসের প্রকল্প ব্যবস্থাপক নুরুল ইসলাম, সমাজকর্মী নাজিম উদ্দিন সুমন, শিরিন আক্তার, ফিরোজা আক্তার, মুর্হুত খান, মাহযাবিন বিনতে রহমান, প্রিয় আক্তার, লিপিকা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিল্পোন্নত দেশে দূষণের ফলে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৮) জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম