Logo
Logo
×

সারাদেশ

সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বাচিপ সভাপতি ডা. জামাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বাচিপ সভাপতি ডা. জামাল

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ডা. জামাল উদ্দীন চৌধুরী বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সদস্য। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সন্দ্বীপ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৭ জন। 

চট্টগ্রামে অনুষ্ঠিত সন্দ্বীপ থানা আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের একটি বড় অংশের সঙ্গে বৈঠক শেষে ডা. জামাল উদ্দিন ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। সাধারণ মানুষ চায়, তিনি যেন নির্বাচন করেন। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন।  

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. জামাল উদ্দিনের আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

ডা. জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা চলেছে, তা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, সন্দ্বীপের এই আসন থেকে নির্বাচিত হলে তিনি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পারবেন। সন্দ্বীপের বর্তমান এমপি মাহফুজুর রহমানের সমালোচনা করে তিনি বলেন, মিতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম