মহেশপুর সীমান্তে রাজমিস্ত্রির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম
মহেশপুরের চাপাতলা সীমান্তের ইছামতি নদী থেকে সোমবার রকিবুল ইসলাম নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা।
ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রকিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি হলেও মাঝে মাঝে বাড়তি আয়ের জন্য সীমান্তের ওপার (ভারত) থেকে গরু পারাপারের কাজ করত। ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে রকিবুল। তার মুখে আঘাত ও হাতে গুলির চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, বিএসএফের হাতেই তার মৃত্যু হয়েছে।
ভারতের নদীয়ার ফতেপুর বিএসএফ কোম্পানির গেট বরাবর বাংলাদেশের ঘুনা মাঠের বাঁশতলা-চাপাতলা এলাকায় ইছামতি নদী থেকে রকিবুলের লাশ উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সিও লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিল রকিবুল। তার লাশ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। লাশের মুখে আঘাতের চিহ্ন এবং হাতে গুলির চিহ্ন লক্ষ করা গেছে।