Logo
Logo
×

সারাদেশ

শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বাড়িতে ককটেল নিক্ষেপ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম

শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বাড়িতে ককটেল নিক্ষেপ

প্রতীকী ছবি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগমের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলা সদরের রাঙামাটি এলাকার বাড়িতে এ ঘটনা ঘটলেও পুলিশকে জানানো হয়েছে শনিবার বিকালে। সন্ধ্যায় শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মামলা দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, জেলা বিএনপির সাবেক নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিলে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে প্রচারণা রয়েছে, তিনি বিএনএম থেকে প্রার্থী হচ্ছেন। ১৮ নভেম্বর তিনি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী এক কৃষক জানান, তিনি শনিবার বিকালে বিউটির বাড়ির পাশে জমিতে অবিস্ফোরিত ককটেল দেখতে পান। এছাড়া শুক্রবার রাত ৯টার দিকে ২-৩টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনার সময় বিউটি বগুড়া শহরে অবস্থান করছিলেন।

বিউটি বেগম সাংবাদিকদের জানান, তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তিনি এতে ভীত নন। অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি প্রশাসনের কাছে এ হামলায় জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম