Logo
Logo
×

সারাদেশ

চরমোনাইর আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিনদিনব্যাপী মাহফিল।

শনিবার সকালে সমাপনী অধিবেশনের বয়ানে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, মানুষ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ওই মানুষ এমনকি আলেম, মুফতি ও পিরের কোনো মূল্য নেই। আখেরি মোনাজাতে পির চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

মুসল্লির মৃত্যু : চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য ঢাকার ওয়ারীর বাসিন্দা মো. এনামুল শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মারা গেছেন। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার মো. কারামত আলী রাতে হƒদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের লাশ জানাজা শেষে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম