Logo
Logo
×

সারাদেশ

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে আতাউল্লাহ নামে এক রোহিঙ্গা নেতাকে (সাবেক হেড মাঝিকে) হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আতাউল্লাহ ওই ক্যাম্পের এ/১ ব্লকের মৃত জালাল আহমদের ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসার দুষ্কৃতকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮-এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, এর আগেও অন্তত অর্ধশতাধিক রোহিঙ্গা নেতা, উপনেতা ও সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে। মাদকসহ নানা অনৈতিক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আধিপত্য বিস্তার কেন্দ্র এসব হত্যাকাণ্ড ঘটছে বলে ক্যাম্পবাসী দাবি করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম