Logo
Logo
×

সারাদেশ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কুমিরা ও বাঁশবাড়িয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার বাঁশবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতেরপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের শিশুপুত্র তাসফিম (৩) সাড়ে ৮টার দিকে পাশের ঘরে চা খেতে যায়। 
শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে তার পরিবার। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কুমিরা ইউনিয়নের মো. আরিফের শিশুকন্যা আরিফা আক্তার (১৮ মাস) পুকুরে ডুবে মারা গেছে। আরিফা কিভাবে পুকুরে ডুবে মারা গেছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর শিশু তাসফিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. জেসমিন আক্তার বলেন, দুপুর পৌনে ২টার দিকে কুমিরায় পুকুরে ডুবে যাওয়া এক শিশুকন্যাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আমরা তাকে মৃত ঘোষণা করি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম