Logo
Logo
×

সারাদেশ

রাগে বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে মাদ্রাসাছাত্রের চরম পরিণতি

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

রাগে বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে মাদ্রাসাছাত্রের চরম পরিণতি

ব্যাডমিন্টন খেলায় অংশ নিতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে ইয়াছিন (১৩) নামে এক মাদ্রাসাছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ইয়াছিন গজারিয়া গ্রামের ইউছুফ মিজি ও কহিনুর বেগম দম্পতির ছোট ছেলে। সে দক্ষিণ গজারিয়া সালেহা দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজির বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে একটি ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে স্থানীয় শিশু-কিশোররা। বুধবার (২২ নভেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলায় ইয়াছিনকে খেলতে না দেওয়ায় সে মনোক্ষুন্ন হয়। রাগে বৃহস্পতিবার সকালে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মাইনুল ইসলাম রাছেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম