![৮০ কেজি পচা মাংস জব্দ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/21/image-742753-1700588283.gif)
সিংড়ায় পচা ও অসুস্থ গরুর মাংস বিক্রি করায় মারফত আলী নামে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮০ কেজি দুর্গন্ধযুক্ত পচা মাংস।
মঙ্গলবার দুপুরে মুরগিহাটির মায়ের দোয়া মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মাহমুদা খাতুন। এর আগে লোকমুখে খবর পেয়ে পচা ও অসুস্থ গরুর মাংসসহ হাতে-নাতে কসাই মারফত আলীকে আটক করেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, পচা মাংস জব্দ ও সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ।