জামালগঞ্জে ইউএনও’র নম্বর ক্লোন
সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে ও নাম ব্যবহার করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা প্রতারকচক্র হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন প্রতারণার শিকার ব্যবসায়ী মো. মহরম আলী।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আমার মোবাইল নম্বরে ফোন করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ৩০ টন জিআর চাল বিক্রি করবেন। আমি আগ্রহী থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বরে যেন যোগাযোগ করি। পরবর্তীতে এই নম্বরে ফোন দেই, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দেয়ায় আমি চালের দরদাম করি। শেষে প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর খবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়কে জানালে তিনি আবারও ইউএনও সাহেবকে ফোন দেন।
ইউএনও সাহেব তাকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। জিআর-এর চাল বিক্রির জন্য কারও সঙ্গে আমি কথা বলিনি, টাকাও চাইনি। পরে বুঝতে পারি প্রতারকচক্র সরল বিশ্বাস নিয়ে আমাকে ও সভাপতি প্রতারণার করে টাকা হাতিয়ে নিয়েছে। আমি এ ব্যাপারে জামালগঞ্জ থানায় অভিযোগ করেছি। জামালগঞ্জ থানার ওসি দিলিপ কুমার দাস জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।