Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৯৪ জন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

ফরিদপুরে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৯৪ জন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে। এদিকে, ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন।

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া রোগীরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খাজপুর গ্রামের সুমন (২৮) ও মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার আব্দুর রশিদের পুত্র গোলাম রসুল ৬৮।

বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে হাসপাতালে ১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম