Logo
Logo
×

সারাদেশ

মনোনয়ন পেতে পদত্যাগ করলেন শাল্লা উপজেলা চেয়ারম্যান

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

মনোনয়ন পেতে পদত্যাগ করলেন শাল্লা উপজেলা চেয়ারম্যান

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন) পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নিজেই।

জানা যায়, আল আমিন চৌধুরী জেলা আওয়ামী লীগের সদস্য, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি সুনামগঞ্জ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।

মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লায় কাজ করে আসছেন। ইতোমধ্যেই তার নেতাকর্মীরা দাবি করেছেন মনোনয়ন পেতে তিনি অনেক আগে থেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন এবং দিরাই-শাল্লায় বেশ কয়েকটি উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছেন।

আল-আমিন বলেন, আমি শাল্লা উপজেলা আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান। দিরাই-শাল্লার জনগণের সাপোর্ট নিয়ে এমপি প্রার্থী। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম