Logo
Logo
×

সারাদেশ

শিশুশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় রংপুরে যুবকের যাবজ্জীবন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

শিশুশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় রংপুরে যুবকের যাবজ্জীবন

রংপুরের পীরগাছায় ৫ম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আসামি সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার পর রানাকে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামি রত্ম বেগম বেকসুর খালাস পেয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ওই শিশুটি স্কুলে পড়ার পাশাপাশি একই গ্রামের সুরুজ আলীর স্ত্রী মর্জিয়া বেগমের কাছে আরবি শিখত। মর্জিয়ার ছেলে রানা প্রায়ই শিশুটিকে উত্ত্যক্ত করত। ২০১৬ সালের ১ আগস্ট সকালে শিশুটি ওই বাড়িতে আরবি পড়তে যায়। ওই সময় মর্জিয়া বাড়িতে না থাকার সুযোগে রানা শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে রানা ও তার সহযোগী রতœা বেগমের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই কনক কুমার ২০১৭ সালের ২৮ ফেব্র“য়ারি তাদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

আসামি পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম