পটিয়ায় শিক্ষিকার বাসায় চুরি শ্রমিকলীগ নেতা রিমান্ডে
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
পটিয়ায় শিক্ষিকার বাসায় চুরির অপরাধে করা মামলায় শ্রমিকলীগ নেতা ইমরান উদ্দিন প্রকাশ রাসুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে পটিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তররাহুম আহমদে এ আদেশ দেন। তিনি ৪ সেপ্টেম্বর শেলী আক্তার নামের এক কলেজ শিক্ষিকার বাসায় দিন দুপুরে চুরি করে। এ সময় ৭ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত ও গ্রেফতার করে। ওই মামলায় আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
স্থানীয়রা জানান, ওই রাসু পটিয়ায় দুর্ধর্ষ চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পটিয়া পৌরসভার শ্রমিকলীগের সভাপতি শফিকুল আলম শফি জানান, ওই রাসুকে কয়েক বছর আগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে নানা অপকর্মে জড়িত থাকার বিষয়ে জানতে পেরে তাকে সব পদ থেকে অপসারণ করা হয়।
পটিয়া থানা পুলিশ জানায়, রাসুর কারণে পটিয়ায় বিভিন্ন স্থানে নানা অপরাধ সংগঠিত হয়ে আসছিল। তাকে আটক বা গ্রেফতারের জন্য পুলিশ একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে গত একমাস আগে তাকে গ্রেফতার করা হয়।