হাতিয়ায় মিধিলির প্রভাব
ডুবে যাওয়া জাহাজ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
সীতাকুণ্ডের কুমিরা সাগর উপকূল থেকে এমদাদ উল্যা নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। সে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হাতিয়ায় সাগরে পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেলে সবাই সাঁতরে কূলে এলেও এমদাদ উল্যা নিখোঁজ হয়। তিনদিন পর চট্টগ্রামের কুমিরায় সাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত এমদাদের ভাই শহীদ উল্যাহ। জানা যায়, রোববার সকালে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কুমিরা নৌ-পুলিশকে খবর দিলে তারা ও গাউছিয়া কমিটি যৌথভাবে লাশটি উদ্ধার করে।
কুমিরা নৌ-পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে এক কিশোরের লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটি ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করি।’