টাঙ্গাইলে দুই আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন মুরাদ সিদ্দিকী
যুগান্তর প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে দুটি আসনের জন্য আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মুরাদ সিদ্দিকী। রোববার ঢাকায় আওয়ামী লীগের ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের জন্য এই মনোনয়ন ফরম কেনা হয়েছে।
মুরাদ সিদ্দিকী দুটি আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কেনার বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন। তবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে কিছু জানেন না।
মুরাদ সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর ভাই।
স্থানীয় সূত্র জানায়, ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বের হয়ে কৃষক শ্রমিক জনতা লীগ নামক নতুন রাজনৈতিক দল গঠন করেন। মুরাদ সিদ্দিকী সে সময় ওই দলের সঙ্গে যুক্ত হন। তিনি একাধিকবার টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ২০০৮ সালের পর কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেন। তারপর থেকে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করছেন। দলে ঢুকতে না পারলেও জেলা আওয়ামী লীগের একটি অংশের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডেও অংশ নেন।