মিধিলির আঘাতে সুবর্ণচরে ১০৮৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর সুবর্ণচরে ১০ হাজার ৮৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। বর্ষণ ও তুফানে পানিতে তলিয়ে গেছে উপজেলার আটটি ইউনিয়নের সব ধরনের ফসল ও শাক-সবজি।
উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, সুবর্ণচরে ঘূর্ণিঝড়ে রোপা আমন, সবজি, সরিষা ও খেসারির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছর মাঠে মোট ৩৯ হাজার ৭৩৫ হেক্টর ফসলি জমির মধ্যে ১০ হাজার ৮৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন মাঠে ৩০ হাজার ৯৬৮ হেক্টর ফসলি জমির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৭২৫ হেক্টর, সবজি মাঠে ৩ হাজার ৬১৭ হেক্টর ফসলি জমির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৭৯ হেক্টর, সরিষা ২৫০ হেক্টরের মধ্যে ২৫০ হেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে আর খেসারি ৪ হাজার ৯০০ হেক্টরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৯২০ হেক্টর।
তবে ক্ষতির আর্থিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে সম্ভাব্য সরকারি সহায়তা দেওয়া বিষয়ে আশস্ত করেন কৃষি অফিসার হারুন অর রশিদ।