Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুর লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম

চাঁদপুর লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাব কেটে যাওয়ার পর চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টার থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাদাত হোসেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হয়। আবহাওয়া অনুকূলে আসায় এবং নদী বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত না থাকায় নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান কার্যালয়ের নির্দেশনাক্রমে প্রায় ২১ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ৭টার থেকে চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

এদিকে চাঁদপুর লঞ্চঘাট সূত্রে জানা যায়, লঞ্চ চলাচল শুরু হওয়ার খবরে রোববার হরতাল থাকায় শনিবার সকাল থেকেই ঘাটে প্রচুর যাত্রী হয় এবং বিপুল সংখ্যক যাত্রী নিয়ে সকাল ৯টার দিকে এমভি ঈগল-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সারা দেশের সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম