Logo
Logo
×

সারাদেশ

এটা আমার জীবনের শেষ নির্বাচন, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন: পরিকল্পনামন্ত্রী

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

এটা আমার জীবনের শেষ নির্বাচন, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন: পরিকল্পনামন্ত্রী

এবারের নির্বাচনই জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন। কোনো ভুলভ্রান্তি করে থাকলে ক্ষমা করে দেবেন। আর যদি এলাকার মোটামুটি উপকার করে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে বিবেচনা করবেন। বিগত কয়েক বছরে আমাদের ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে, যা কেউ অস্বীকার করতে পারবে না।’

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের পাকাকরণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম