Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় খড় বোঝাই ট্রাকে আগুন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০১:৫০ এএম

বগুড়ায় খড় বোঝাই ট্রাকে আগুন

বগুড়ায় খড় বোঝাই ট্রাকে আগুন

বগুড়ার শাজাহানপুর এলাকায় মহাসড়কে দুর্বৃত্তরা একটি খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে। বৃস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনানী এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা খড়গুলো ফেলে দেওয়ায় আগুন থেকে রক্ষা পায় ট্রাকটি। 

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পুলিশ ও ট্রাকের চালক শাহীন ইসলাম জানান, তারা বগুড়ার দুপচাঁচিয়ার চৌমুহনী থেকে ট্রাকে (যশোর-ড-১১-০৮৭৯) খড় বোঝাই করেন। এরপর পাবনার বেড়ার দিকে রওনা দেন। রাত ৯টার দিকে বগুড়ার শাজাহানপুরের বনানী এলাকায় পৌঁছলে পিছনে খড়ে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, ট্রাকের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকে কিভাবে আগুন ধরেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের ধারণা, বুধবার রাতে শেরপুরের দশমাইল এলাকার মতো পিকেটাররা এখানে পেট্রল ছুড়ে খড় বোঝাই  ট্রাকে আগুন দিয়েছে।

অবরোধকারীরা বৃহস্পতিবার সকালে সদরের ঘুনিয়াতলা এলাকায় একটি দুধবাহী লরিতে আগুন দেয়। এছাড়া বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়ায় বগুড়া-নওগাঁ সড়কে একটি ট্রাকে ভাংচুর করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম