Logo
Logo
×

সারাদেশ

তফশিল ঘোষণার আনন্দ মিছিলে আ.লীগ নেতার মৃত্যু

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

তফশিল ঘোষণার আনন্দ মিছিলে আ.লীগ নেতার মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আমাল হোসেন ভূঁইয়া (৪৩) উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম ভূঁইয়া রাখিল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করায় বৃহস্পতিবার বিকালে নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে কয়েকশ নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে নিহত আমাল হোসেন ভূঁইয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএন মিজানুর রহমান বলেন, বুক ব্যাথা ও শ্বাসকষ্টসহ প্রচণ্ড সুয়েটিং নিয়ে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই। মূলত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে তিনি মারা গেছেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ ও দলীয় নেতাকর্মীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম