দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কমরেড মো. সেকান্দার হোসেন (৪০) আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, সেকান্দার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেকান্দার হোসেন দীর্ঘদিন ঢাকা জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব জানাজার পর তাকে গঙ্গাদিয়া কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল হকসহ উপজেলা কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ তাঁতী লীগ নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়ে সেকান্দার হোসেনের পবিত্র আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।