Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৩৮

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে সোমবার রাতে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন নারী ও ২৩ জন পুরুষ। তারা হলেন- নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম, ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আরজু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মনির হোসেনসহ ৩৮ জন।

ঘটনার সূত্রপাত হয় সোমবার বেলা সাড়ে ১১টায়। এ সংঘর্ষ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পূর্ববিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য বাবুল মিয়ার পক্ষের লোকজন ও আরজু মেম্বারের পক্ষের লোকজনদের মধ্যে রোববার সন্ধ্যায় ও সোমবার দুপুরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহতসহ বেশকিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম