শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া-উত্তমপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলামের বিরুদ্ধে। অভিভাবক মামুনুর রশীদ জানায়, মাদ্রাসা সুপার সাইফুল অসুস্থ হওয়ার পর থেকে সহ-সুপার নুরুল ইসলাম সুপারের দায়িত্ব পালন করে আসছেন।
এ বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের ফি মাদ্রাসা বোর্ড ২ হাজার ৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ওই মাদ্রাসার এ বছরে ফরম পূরণ করা ২৭ জন শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৮৫০ টাকা নেওয়া হয়েছে। তবে এ অতিরিক্ত টাকার কোনো রশিদ প্রদান করা হয়নি। ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম বলেন, আমরা অতিরিক্ত ফি আদায় করিনি। তবে ফরম পূরণের টাকার সঙ্গে সেশন চার্জ এবং অল্প কিছু বেতনের টাকা নিয়েছি।
মাদ্রাসা সভাপতি হারুন-অর রশিদ বলেন, ফরম পূরণে বেশি টাকা নেওয়া হয়নি। এলাকার একটি চক্র মাদ্রাসার ক্ষতি করার জন্য এমন মিথ্যাচার করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।