Logo
Logo
×

সারাদেশ

রংপুরে কৃষক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ১০

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

রংপুরে কৃষক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ১০

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, বিএনপির চলমান অবরোধ কর্মসূচিতে নাশকতা করার প্রস্তুতির সময় তাদেরকে নগরীর প্রাইম মেডিকেল কলেজ রোড ও লালবাগ এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় দিকে প্রাইম মেডিকেল কলেজ রোড এবং লালবাগ এলাকা থেকে নাশকতার প্রস্তুতির ঘটনায় হাতেনাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক আরেক অভিযানে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম-আহবায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম