Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ নিয়ে কৌতূহল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম

চট্টগ্রামে রুশ যুদ্ধজাহাজ নিয়ে কৌতূহল

৫০ বছর পর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রুশ যুদ্ধজাহাজ

রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন' বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। এর মধ্য দিয়ে সুদীর্ঘ ৫০ বছর পর দেশটির নৌবাহিনীর কোনো জাহাজ বাংলাদেশ সফরে এলো। বিষয়টি নিয়ে জনমনে নানা কৌতূহল তৈরি হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তা ছাড়া ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ দূতাবাস গতকাল রোববার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) লিখেছে— চট্টগ্রাম বন্দর সফর করছে রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন। রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের জন্য যা এক বিশাল মাইলফলক। ৫০ বছর আগে শেষবার কোনো রাশিয়ান (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ সফর করেছিল।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান বলেছেন, ‘এটা (রুশ জাহাজের সফর) প্রমাণ করে যে, দুই রাষ্ট্রের (বাংলাদেশ ও রাশিয়া) মধ্যে সম্পর্ক বর্তমানে অতি উচ্চপর্যায়ে রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম