১০ বছরের উন্নয়ন বঞ্চনা দূর করতে এসেছি: মেয়র খোকন

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, পাঁচ বছরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি। এর আগের পাঁচ বছরও বরিশালের তেমন কোনো উন্নয়ন হয়নি। অতীত থেকে শিক্ষা নিয়ে পরিকল্পিতভাবে নগরীর উন্নয়ন করা হবে।
নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নগরীর কালু খাঁ সড়কের বাসভবনে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার নতুন মেয়রের অভিষেক হবে।
মতবিনিয় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল প্রতিদিনের সম্পাদক কাজী মফিজুল ইসলাম প্রমুখ।
খোকন সেরনিয়াবাত বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসপাতালের বিশ্রী অবস্থা। এখান থেকে মানুষ সঠিক সেবাটা পাচ্ছে না। আমি এ সমস্যার সমাধানে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলব।
দেশের বিভিন্ন জেলার উন্নয়নের কথা তুলে ধরে মেয়র খোকন সেরনিয়াবাত বলেন, নগরকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। এ সময় সিএনবি রোড প্রশস্তকরণ, গুরুত্বপূর্ণ স্থানে ওভারব্রিজ নির্মাণ, সড়ক সংস্কার, ওয়াসা স্থাপন, দুগ্ধ জাত প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান স্থাপন করার জোর দাবি জানিয়েছেন সাংবাদিকরা। এর আগে ৯ নভেম্বর বরিশাল সিটির উন্নয়নে প্রধানমন্ত্রী প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্প পাশ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান খোকন সেরনিয়াবাত।