Logo
Logo
×

সারাদেশ

৩৩ ফুট উচ্চতার প্রতিমায় শ্যামাপূজা

Icon

সাহীন ইসলাম, লালপুর (নাটোর)

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

৩৩ ফুট উচ্চতার প্রতিমায় শ্যামাপূজা

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা (কালী) রোববার রাতে। এবার দেশের সর্ব বৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমায় পূজা হচ্ছে নাটোরের লালপুরে।

ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত লালপুরের ৫৩৪ তম কালীপূজা ও মেলা ব্যাপক নিরাপত্তা, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার বুধপাড়া কালী মন্দিরে ৯দিনব্যাপী কালী মেলা রোববার মধ্যরাত থেকে শুরু হচ্ছে।

প্রবীণ ভক্ত শ্রী আনন্দ কর্মকার ও সেবাইত শ্রী উত্তম কুমার জানান, ৫৩৪ বছর আগে ভারতের মুর্শিদবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ ঘর কংস বণিক (কাঁসা শিল্পী) লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন এবং কালীপূজা অর্চনার জন্য খড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করে।

মন্দির কমিটির সভাপতি অধ্যাপক শতদল কুমার পাল ও শ্রী গণেশ চন্দ্র দাস জানান, পাক-ভারত উপ মহাদেশের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অন্যতম এই মন্দিরে পূজা চলাকালে প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে।

প্রতিমা নির্মাতা শ্রী সুকুমার চন্দ্র হালদার ও সনজিত কুমার হালদার জানান, কালী মূর্তিটির উচ্চতা ৩৩ ফুট। এটিই দেশের সর্ব বৃহৎ কালী প্রতিমা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ সাহা ও সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমিত্র কুমার সরকার বলেন, সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, সুন্দর ও সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম