বান্ধবীর টাকায় নাস্তা
রাজাপুরে ছাত্রীর হাত ভেঙে দিল আরেক ছাত্রীর মা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
রাজাপুরে স্কুলে বান্ধবীর টাকায় নাস্তা করায় ফাতিমা নামে এক ছাত্রীর হাত ভেঙে দিল আরেক ছাত্রীর মা। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ফাতিমা উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া-সোনারগাঁও এলাকার ওয়ালি উল্লাহর মেয়ে ও আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। জানা গেছে, গত ১ নভেম্বর সানজিদা নামে এক ছাত্রী বাড়ি থেকে ১৫০ টাকা নিয়ে স্কুলে আসে। ওই টাকা থেকে সানজিদাসহ একই ক্লাসের আঁখি, সুরাইয়া ও ফাতিমা নাস্তায় ১০০ টাকা খরচ করে। পরের দিন খরচ করার জন্য সানজিদা বাকি ৫০ টাকা ফাতিমার কাছে রেখে দেয়।
এ ব্যাপারে ওইদিন রাতে ফাতিমার বাবার কাছে সানজিদার পরিবার বিচার দেয়। ফাতিমার বাবা রাতেই সানজিদার মায়ের কাছে ১৫০ টাকা দিয়ে আসে। কিন্তু পরের দিন সানজিদার মা মাহফুজা বেগম ও খালা পাখি বেগম স্কুলে এসে স্কুল থেকে ফাতিমাকে তুলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে দরজা-জানালা বন্ধ করে মাহফুজা ও পাখি ফাতিমাকে মারধর করে ডান হাত ভেঙে দেয়। ফাতিমার পরিবার জানতে পেরে ফাতিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।