যুবলীগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ডেপুটি স্পিকার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করে একটি সুশৃংখল, জ্ঞানে-গুণে উন্নত, দক্ষ, পরিশ্রমী ও দেশ প্রেমে উদ্বুদ্ধ একটি সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হতে গড়া আওয়ামী যুবলীগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শনিবার সাঁথিয়ায় আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সম্পাদক মিজানুর রহমান উকিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খাঁন, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেড়া পৌর মেয়র অ্যাড. আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশ রূপান্তরে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের পাহারায় রাখতে হবে যেন তারা জনগণের কোন ক্ষতি করতে না পারে।