Logo
Logo
×

সারাদেশ

খুলনায় পপুলার জুট মিলে আগুন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

খুলনায় পপুলার জুট মিলে আগুন

খুলনার রূপসা উপজেলার রাজাপুরে শুক্রবার বিকালে পপুলার জুট মিলের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট কাজ করে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে মিলের কর্মীরা অর্ধেকের বেশি পাট সরিয়ে ফেলেন। ফলে মিল মালিক বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

প্রত্যক্ষদর্শী আমিনুর রেজা যুগান্তরকে বলেন, ছুটির দিন থাকায় গোডাউনে লোকজন ছিলেন না। বিকাল ৫টার দিকে ছোট ছেলেমেয়েরা খেলা করার সময় দেখতে পায় গোডাউনের পেছন দিক থেকে ধোঁয়া উড়ছে। তাদের চিৎকার, চেঁচামেচিতে কয়েকজন লোক এগিয়ে আসেন। তারা আগুন লাগার বিষয়টি গোডাউনের ম্যানেজার মমিনুল  ইসলামকে জানান। ম্যানেজার তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আসে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম