
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান প্রত্যাহার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদারকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। তার বদলিজনিত বিষয় নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
এই বদলির পেছনে সরকারদলীয় নেতাকর্মীকে অস্ত্রসহ গ্রেফতার, অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনাকে কারণ হিসাবে দেখছেন অনেকেই। যদিও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটিকে পুলিশের নিয়মিত বদলি বলে জানিয়েছে। এদিকে বিদায়ি ওসি কামরুজ্জামান ওইদিন রাতেই বরিশালের মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের রদবদলের অংশ হিসাবে ওসি কামরুজ্জামানকে পিরোজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, কামরুজ্জামান ২০২২ সালে ৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় ওসি হিসাবে যোগদান করেন।